Monday, April 13, 2020

আহ্বান





আহ্বান

নতুন বছর নতুন করে আনবে আশা
নবপ্রজন্ম নবযুগের আহ্বান আনবে
আনবে নতুন প্রজন্মকে এগিয়ে আসার অনুপ্রেরনা
পুরাতন যুগ বিদায় দিয়ে আনবে নব চিন্তার বর্ণচ্ছটা
ধর্মের মিল আনবে,ধর্মযুদ্ধ দূর হবে
নিপীড়িত শোষিত মানুষ 
মাটি আঁকড়ে জানাবে এই দেশ সবার
ভেদাভেদের লড়াই দূর হয়ে  
সমাজ এক সুরে  গাইবে গান
সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন হবে
দেশ জাতি এক মালার বন্ধনে আবদ্ধ হবে
যাত্রা শুরু হবে নতুন কিছুর অন্বেষণের
ইচ্ছে হবে নতুন কিছু করার বাসনা
নব আলোকে আলোকিত হয়ে উন্নত হবে মানবসত্তা
সবার উপরে মানব ধর্ম প্রতিষ্ঠা পাবে
তরুন প্রজন্মের মনে আনবে চেতনা,বাড়বে মনোবল
নব বছরে রইলো মোর এই আহ্বান



    প্রীতম প্রামানিক
   ( গৌড় মহাবিদ্যালয় ,মালদা )
     ( উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় )





1 comment:

  1. খুব ভালো লাগলো আপনার ওয়েব সাইট এ ভিজিট করে...

    ReplyDelete

হৃদয়ের অন্বেষণে

হৃদয়ের অন্বেষণে হৃদয়ের অন্বেষণে ক্রমাগত চলছে মানব সভ্যতা যুগ যুগ ধরে চলছেই সভ্যতার দমন পীড়ন মনোভাব । তাতে কার কি আসে যায়...