হৃদয়ের অন্বেষণে
হৃদয়ের অন্বেষণে ক্রমাগত চলছে মানব সভ্যতা
যুগ যুগ ধরে চলছেই সভ্যতার দমন পীড়ন মনোভাব ।
তাতে কার কি আসে যায় ,নেই কোনো আক্ষেপ !
প্রয়োজনে কাছে টেনে নিয়ে চলে প্রেম
চলে অভিনয়, চলে ভালোবাসার খেলা ,চলে ছলনা ।
আবার সেই স্নেহ মাখা হাতে প্রিয়ারে দেওয়া হয়
হৃদয়ে আঘাত নেমে আসে হৃদয় বেদনা ।
হয়তো পাওয়া যায় তাতে সুখ !
অত্যাচারীর হিংসে চোখের রাঙ্গানি কেড়ে নেয়
ভালোবাসার কোমল স্পর্শের হৃদয় স্পন্দন ।
তবু প্রিয়া চুপ থাকে ,সব ঠিক হয়ে যাওয়ার আশায় !
এই দুঃশাসনীয় অত্যাচার হতে মুক্তির কামনায়
তবু সব ভুলে জয় করতে হবে প্রকৃত হৃদয়ের গভীরতা ।
তবু ভালবাসতে হবে,প্রেম করতে হবে
যৌবনকে দিতে হবে উন্মুক্ত চেতনা ।
জগৎ সভ্যতাকে শেখাতে হবে নব আশা
তা হোক না অভিশপ্ত সিসিফাসের প্রেতাত্মার মতো !
ক্রমাগত হয়ে যাক না পাথর ঠেলার মতো
পাথর ঠেলা হয়তো হবে এক ব্যর্থ প্রচেষ্টা
তবু আমরা আশাবাদী একদিন হবে সব ক্লান্তির সমাধি ।
দূর হবে সমস্ত জরাজীর্ণতা ,কাটবে জীবন বিতৃষ্ণা
নতুন যুগের আগমনে হবে সব দূর ক্লান্তি ব্যর্থতা ।
দূর হবে হতাশার জড়াজাল,উন্নত হবে মানসিকতা
হৃদয়ের অন্বেষণে মিলবে প্রেমের গভীরতা ।
No comments:
Post a Comment