আহ্বান
নতুন বছর নতুন করে আনবে আশা
নবপ্রজন্ম নবযুগের আহ্বান আনবে ।
আনবে নতুন প্রজন্মকে এগিয়ে আসার অনুপ্রেরনা
পুরাতন যুগ বিদায় দিয়ে আনবে নব চিন্তার বর্ণচ্ছটা ।
ধর্মের মিল আনবে,ধর্মযুদ্ধ দূর হবে ।
নিপীড়িত শোষিত মানুষ ।
মাটি আঁকড়ে জানাবে এই দেশ সবার
ভেদাভেদের লড়াই দূর হয়ে
সমাজ এক সুরে গাইবে গান ।
সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন হবে ।
দেশ ও জাতি এক মালার বন্ধনে আবদ্ধ হবে ।
যাত্রা শুরু হবে নতুন কিছুর অন্বেষণের
ইচ্ছে হবে নতুন কিছু করার বাসনা ।
নব আলোকে আলোকিত হয়ে উন্নত হবে মানবসত্তা ।
সবার উপরে মানব ধর্ম প্রতিষ্ঠা পাবে
তরুন প্রজন্মের মনে আনবে চেতনা,বাড়বে মনোবল
নব বছরে রইলো মোর এই আহ্বান ।
প্রীতম প্রামানিক
( গৌড় মহাবিদ্যালয় ,মালদা )
( উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় )
খুব ভালো লাগলো আপনার ওয়েব সাইট এ ভিজিট করে...
ReplyDelete