Monday, April 13, 2020

শুভক্ষণ


                                                           







    শুভক্ষণ


বৈশাখ আনুক নতুন বার্তা,নির্মূল হোক সমস্ত জ্বালা যন্ত্রণা

নিঃশেষ  হয়ে যাক করোনা ভাইরাস ।

নির্মূল হোক মহামারী  অসুখ ব্যাধি

মানুষ আবার ফিরে পাক  হারিয়ে যাওয়া  গতিময়তা

ধরণী আবার ফিরে পাক প্রান,

ফিরে আসুক চিরন্তন জীবন ধারা ।

আনুক অসহায় মানুষের মুখে হাসি

খেঁটে খাওয়া মানুষ আবার একটু হাসুক

ফিরে আসুক সেই হারিয়ে যাওয়া ছন্দ ।

 ছন্দের দোলায় ফিরে পাক আবার

সেই হারিয়ে  যাওয়া আনন্দ বিনোদন ।

নতুন সূর্য ওঠার সাক্ষী হয়ে হোক সাথে নতুন আলোক বার্তা

এই বৈশাখে হোক সবার জন্য এক শুভক্ষণ কামনা ।









মুক্তি


করোনার ভাইরাসের গ্রাসে মানবসমাজ অসহায়
তবুও লড়ছে মানুষ  রোগ মুক্ত পৃথিবীর ফিরে পাবার আশায় !
মানুষ আজ অনেক উন্নত, সে পেয়েছে বিজ্ঞানের আশীর্বাদ 
ফিরে আসবে ধরণী তার নিজের রূপে
আসবে প্রানের আলো তার হৃদয়ে 
মানুষ আবার ফিরে পাবে তার ছন্দ 
ধরণী ফিরে পাবে তার গতিময়তা
চলবে জীবন এগোবে মানব সভ্যতা
এই বৈশাখে রইলো সেই শুভক্ষণ কামনা 


No comments:

Post a Comment

হৃদয়ের অন্বেষণে

হৃদয়ের অন্বেষণে হৃদয়ের অন্বেষণে ক্রমাগত চলছে মানব সভ্যতা যুগ যুগ ধরে চলছেই সভ্যতার দমন পীড়ন মনোভাব । তাতে কার কি আসে যায়...