বসন্তে হৃদয় আমার ব্যাকুল
তোমার প্রতীক্ষায় স্বপ্নেরা প্রতি ক্ষণে করে আকুল
বসন্ত এলো তুমি এলে না!
সেই দিন কোকিল ডেকেছিল গোধূলি বেলায়
ফিরে গেল সে সারা না পেয়ে
যেই কৃষ্ণ চূড়া ফুল মাটির ঘাসকে রাঙ্গিয়ে দিত
পলাশ ফুল চলার পথকে গেরুয়া প্রেমে রঙিন করতো
আজ তা জেনো মিলিয়ে গেল কোথা!
বিন্দু বিন্দু জলের মতোন
গাছের শুকনো পাতা ঝরে পরা দেখি
আজ সব জেনো সব ঝরা পালক
স্বপ্নেরা আজ মৃত শুধু তোমার অপেক্ষায়
সব কিছু ধুয়ে মুছে গেছে এ কোন দুরাশায় !
কেন মন মিথ্যে স্বপ্নের জাল বুনে
হৃদয় কেন প্রতি মুহূর্ত ক্ষণে ক্ষণে কাতরায় ।
জানা নেই তার উত্তর, তবু মেলে কি সুরাহা ?
মনে উকি মারে সেই গোপন আস্তানা
তবু আজ হয়ে আছি জেনো নিরুত্তর!
সমস্ত পিপাসা আজ কেন গুমরে মরে
শুধুই শুধুই তোমার একান্ত প্রতীক্ষায় ।
মৃত্যুর ওপারে
মৃত্যুর ওপারে মিলিত
হব দুজনে
যেখানে থাকবে না কোনো বিভেদ !
না থাকবে লোভ হিংসা লিপ্সা।
সেই পারে দুজনাতে একসাথে হাসবো,
ভাববো একে ওপরের
কথা,গাইবো দুজনাতে গান
প্রেমের অমরাবতী
স্থানে হবে মোদের শুভক্ষণ।
যেখানেতে থাকবেনা
কোনো ক্লেশ,
থাকবেনা কোনো বাঁধা সেই খানে বাঁধবো মোরা ঘর।
ভালোবাসবো একে অপরকে
প্রেমপ্রীতির পূর্ণ মিলনে হবে মোদের যাত্রা।
ভাল লেগেছে আরও লেখা চাই।
ReplyDelete