Saturday, April 18, 2020

হৃদয়ের অন্বেষণে


হৃদয়ের অন্বেষণে


হৃদয়ের অন্বেষণে ক্রমাগত চলছে মানব সভ্যতা

যুগ যুগ ধরে চলছেই সভ্যতার দমন পীড়ন মনোভাব ।

তাতে কার কি আসে যায় ,নেই কোনো আক্ষেপ !

প্রয়োজনে কাছে টেনে নিয়ে চলে প্রেম 

চলে অভিনয়, চলে ভালোবাসার খেলা ,চলে ছলনা ।

আবার সেই স্নেহ মাখা হাতে প্রিয়ারে দেওয়া হয় 

হৃদয়ে আঘাত নেমে আসে হৃদয় বেদনা ।

হয়তো পাওয়া যায় তাতে সুখ !

অত্যাচারীর হিংসে চোখের রাঙ্গানি কেড়ে নেয়

ভালোবাসার কোমল স্পর্শের হৃদয় স্পন্দন ।

তবু প্রিয়া চুপ থাকে ,সব ঠিক হয়ে যাওয়ার আশায় !

এই দুঃশাসনীয় অত্যাচার হতে মুক্তির কামনায়

তবু সব ভুলে জয় করতে হবে প্রকৃত হৃদয়ের গভীরতা ।

তবু ভালবাসতে হবে,প্রেম করতে হবে

যৌবনকে দিতে হবে উন্মুক্ত চেতনা ।

জগৎ সভ্যতাকে শেখাতে হবে নব আশা

তা হোক না অভিশপ্ত সিসিফাসের প্রেতাত্মার মতো !

ক্রমাগত হয়ে যাক না পাথর ঠেলার মতো

পাথর ঠেলা হয়তো হবে এক ব্যর্থ প্রচেষ্টা 

তবু আমরা আশাবাদী একদিন হবে সব ক্লান্তির সমাধি ।

দূর হবে সমস্ত জরাজীর্ণতা ,কাটবে জীবন বিতৃষ্ণা 

নতুন যুগের আগমনে হবে সব দূর ক্লান্তি ব্যর্থতা ।

দূর হবে হতাশার জড়াজাল,উন্নত হবে মানসিকতা

হৃদয়ের অন্বেষণে মিলবে প্রেমের গভীরতা ।

Monday, April 13, 2020

শুভক্ষণ


                                                           







    শুভক্ষণ


বৈশাখ আনুক নতুন বার্তা,নির্মূল হোক সমস্ত জ্বালা যন্ত্রণা

নিঃশেষ  হয়ে যাক করোনা ভাইরাস ।

নির্মূল হোক মহামারী  অসুখ ব্যাধি

মানুষ আবার ফিরে পাক  হারিয়ে যাওয়া  গতিময়তা

ধরণী আবার ফিরে পাক প্রান,

ফিরে আসুক চিরন্তন জীবন ধারা ।

আনুক অসহায় মানুষের মুখে হাসি

খেঁটে খাওয়া মানুষ আবার একটু হাসুক

ফিরে আসুক সেই হারিয়ে যাওয়া ছন্দ ।

 ছন্দের দোলায় ফিরে পাক আবার

সেই হারিয়ে  যাওয়া আনন্দ বিনোদন ।

নতুন সূর্য ওঠার সাক্ষী হয়ে হোক সাথে নতুন আলোক বার্তা

এই বৈশাখে হোক সবার জন্য এক শুভক্ষণ কামনা ।









মুক্তি


করোনার ভাইরাসের গ্রাসে মানবসমাজ অসহায়
তবুও লড়ছে মানুষ  রোগ মুক্ত পৃথিবীর ফিরে পাবার আশায় !
মানুষ আজ অনেক উন্নত, সে পেয়েছে বিজ্ঞানের আশীর্বাদ 
ফিরে আসবে ধরণী তার নিজের রূপে
আসবে প্রানের আলো তার হৃদয়ে 
মানুষ আবার ফিরে পাবে তার ছন্দ 
ধরণী ফিরে পাবে তার গতিময়তা
চলবে জীবন এগোবে মানব সভ্যতা
এই বৈশাখে রইলো সেই শুভক্ষণ কামনা 


আহ্বান





আহ্বান

নতুন বছর নতুন করে আনবে আশা
নবপ্রজন্ম নবযুগের আহ্বান আনবে
আনবে নতুন প্রজন্মকে এগিয়ে আসার অনুপ্রেরনা
পুরাতন যুগ বিদায় দিয়ে আনবে নব চিন্তার বর্ণচ্ছটা
ধর্মের মিল আনবে,ধর্মযুদ্ধ দূর হবে
নিপীড়িত শোষিত মানুষ 
মাটি আঁকড়ে জানাবে এই দেশ সবার
ভেদাভেদের লড়াই দূর হয়ে  
সমাজ এক সুরে  গাইবে গান
সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন হবে
দেশ জাতি এক মালার বন্ধনে আবদ্ধ হবে
যাত্রা শুরু হবে নতুন কিছুর অন্বেষণের
ইচ্ছে হবে নতুন কিছু করার বাসনা
নব আলোকে আলোকিত হয়ে উন্নত হবে মানবসত্তা
সবার উপরে মানব ধর্ম প্রতিষ্ঠা পাবে
তরুন প্রজন্মের মনে আনবে চেতনা,বাড়বে মনোবল
নব বছরে রইলো মোর এই আহ্বান



    প্রীতম প্রামানিক
   ( গৌড় মহাবিদ্যালয় ,মালদা )
     ( উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় )





হৃদয়ের অন্বেষণে

হৃদয়ের অন্বেষণে হৃদয়ের অন্বেষণে ক্রমাগত চলছে মানব সভ্যতা যুগ যুগ ধরে চলছেই সভ্যতার দমন পীড়ন মনোভাব । তাতে কার কি আসে যায়...